আটলান্টিক সংবাদ নিউজ ডেস্ক: গত ৮ই জুন, ২০২৩ বৃহস্পতিবার আটলান্টিক সিটির ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির মসজিদে প্রায় শতাধিক মুসল্লীর উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মুসলিম সেন্টার অব আটলান্টিক সিটির প্রতিষ্ঠাতা ইকবাল হোসাইন জানান নিউজার্সীর মুসলিমদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ এবং আন্তরিকতা বৃদ্ধির লক্ষ্যে আটলান্টিক সিটি এবং পাশ্ববর্তী চারটি মসজিদের মুসল্লীদের সমন্বয়ে একটি ঈদের জামাত করার জন্য নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
তিনি বলেন যুক্তরাষ্টের মত একটি অমুসলিম দেশে মুসলমানদের একতা খুবই জরুরী।কোরআনে এবং হাদিসেও ঈদুল ফিতর এবং ঈদুল আষহার নামাজ একসাথে আদায় করার উপর গুরুত্বারোপ করা হয়েছে। চার ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত আলোচনা সভায় ইকবাল হোসাইন জানান দীর্ঘদিন ধরে সবগুলো মসজিদের সিদ্দান্ত গ্রহনকারীদের মধ্যে আলোচনার মাধ্যমে আমরা এই সিদ্ধানতে উপনীত হতে পেরেছি।
তিনি বিভিন্ন মসজিদের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার সকল বিষয়বস্তু উপস্তিত মুসল্লীদের কাছে তুলে ধরে বলেন যদি বৃষ্টি না হয় আটলান্টিক সিটি সার্ফ ষ্টেডিয়ামের খোলা মাঠে এবং বৃষ্টির সম্ভাবনা থাকলে জিম হোইলেন আটলান্টিক সিটি বোর্ডওয়ার্ক হলে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।