আলান্টিক সংবাদ নিউজ ডেস্ক- গত ১২ই জুন সোমবার,২০২৩ বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলাণ্টিক সিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় ডেফফোর্ড সিটির পিকিং বাফেট হিবাচি রেষ্টুরেন্টের বলরুমে।
লায়ন্স ক্লাব অব আটলাণ্টিক সিটির প্রেসিডেণ্ট লায়ন কনক রাউথের সভাপতিত্তে এবং সাধারন সম্পাদক লায়ন আকবর হোসাইনের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় লায়ন্স ক্লাবের আয়-ব্যয়, নতুন সদস্যপদ প্রদান, জনকল্যানমূলক বিভিন্ন ভবিষ্যত কর্মপরিকল্পনা গ্রহনসহ নানাবিধ বিষয় নিয়ে লায়ন্স ক্লাবের সদস্যদের সাথে আলোচনা করা হয়। এছাড়াও আগামী ২২ আগষ্ট,২০২৩ মঙ্গলবার বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলাণ্টিক সিটির পিকনিক আয়োজনের সিদ্দান্ত নেয়া হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন পিন্টু রয়, লায়ন কাজী সহিদুল ইসলাম,লায়ন মোঃ হোসেন জনী, লায়ন আবু জাফর ভূইয়া, লায়ন মোজাহের আলী, লায়ন তেরেসা হোসাইন,লায়ন জয়া রয়, লায়ন নিবেদিতা রয় এবং লায়ন জাকিয়া তানিয়া।