আটলান্টিক সংবাদ ডেস্ক: গত ১৩ জুন,২০২৩ মঙ্গলবার সন্দ্বীপ সোসাইটি ইউ এস এ এর নির্বাচনের সম্ভাব্য প্যানেল ফিরোজ – আলমগীর প্যানেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় আটলান্টিক সিটি পিপলএন্ডটেক আইটি প্রতিষ্ঠানে।সাউথজার্সীর স্বনামধন্য ব্যক্তি এবং সন্দ্বীপ সোসাইটি অব নিউজার্সীর বর্তমান সভাপতি এবিএম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভার মুল আয়োজক ছিলেন মোঃ মাঈনুদ্দিন, সজিবুল মাওলা এবং মীর হোসাইন।
সন্দ্বীপ সোসাইটি ইউ এস এ এর আসন্ন নির্বাচন সম্পর্কে নিউজার্সীর আটলান্টিক সিটির সন্দ্বীপ কমিঊনিটির কাছে বার্তা পৌঁছে দেয়ার জন্য ফিরোজ – আলমগীর প্যানেল এর পক্ষ থেকে নিউইয়র্কের প্রায় বিশজন এবং স্থানীয় ৩৫ জন বাংলাদেশী উপস্থিত হয়েছিলেন এই মতবিনিময় সভায়। সভাপতি প্রার্থী ফিরোজ আহমেদ এবং সাধারন সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলমগীর বলেন আটলান্টিক মহাসাগরের তীরবর্তী আটলান্টিক সিটিতে আসার উদ্দেশ্য হল নিউ ইয়র্কের একেবারেই পাশের স্টেট এর বিশাল সন্দ্বীপ কমিউনিটিকে ( আনুমানিক কয়েক হাজার ) সন্দ্বীপ সোসাইটির সঙ্গে কিভাবে সংযুক্ত করা যায় – এই নিয়ে মত বিনিময় কর। | তাঁদের কে সোসাইটির মেম্বার হওয়ার জন্য উজ্জীবিত করা এবং আগামী অক্টোবর এর সোসাইটি নির্বাচনে সম্বাব্য ফিরোজ – আলমগীর প্যানেল এর পক্ষ থেকে দাওয়াত দেওয়া।এস কে এম ফেরদৌস সন্দ্বীপ সোসাইটি ইউ এস এ এর আসন্ন নির্বাচন সম্পর্কে বিভিন্ন বিষয়াদি উপস্থিত সন্দ্বীপীবাসীর কাছে তুলে ধরেন।
বিপুল সংখ্যক সন্দ্বীপীবাসীর আন্তরিক উপস্থিতি , আপ্যায়ণ ও আন্তরিকতায় তারা মুগ্ধ বলে জানান। | গভীর রাত অবধি সবার আন্তরিক উপস্থিতি ছিল উপভোগ করার মত | বহুদিন পর অনেক পূর্ব পরিচিতদের সঙ্গে দেখা হওয়ার আনন্দই যেই আলাদা তা প্রানভরে উপভোগ করেছেন বলে তারা জানান | নতুন করে পরিচয় হন অনেকের সাথে | সন্দ্বীপ সোসাইটির প্রতি সন্দ্বীপবাসীদের বেশ আগ্রহ দেখে যথাশ্রীঘ্রই সম্ভব সবাইকে সোসাইটির সদস্য হওয়ার জন্য আহবান জানান | মতবিনিময় সভায় সম্ভাব্য প্রার্থীদের কাছে আটলান্টিক সিটির সন্দ্বীপ কমিঊনিটির প্রবাসী সন্দ্বীপববাসী তাদের কিছু প্রস্তাবনা তুলে ধরেন তাদের উল্লেখযোগ্য দাবী দাওয়ার মধ্যে ছিল আটলান্টিক সিটিতে ভোট কেন্দ্র করা , আটলান্টিক সিটিতে থেকে একজন সন্দ্বীপবাসীকে প্রতিনিধি করা , আটলান্টিক সিটিতে বসবাসরত লোকাল একজনকে রিসিপ্ট বই দিয়ে মেম্বার করার ব্যবস্থা করা ( যিনি কোন প্রাথী বা প্যানেল এর জন্য কাজ করবেন না, সিটিতে কেন্দ্র না হওয়া পযন্ত শনিবারের পরিবর্তে রবিবারে নির্বাচন এর জন্য সময় নির্ধারণ করা | নিউ ইয়র্কে ভোটের দিন আটলান্টিক সিটিবাসীসহ অন্যান্য সিটিতে বসবাসরত সন্দ্বীপীবাসীর জন্য লাইন ছাড়া দ্রুত ভোট প্রদানের ব্যবস্থা করা ইত্যাদি |
সভাপতি প্রার্থী ফিরোজ আহমেদ এবং সাধারন সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলমগীর দাবী দাওয়া সম্পর্কে বলেন আমরা বর্তমান কমিটি ও নির্বাচন কমিশনকে আটলান্টিক সিটির সন্দ্বীপীবাসীদের দাবীগুলো জানাবেন।তারা সুন্দর আয়োজনের জন্য মাইনুদ্দিন , সেলিম সুলতান, ,মীর হোসাইন হ্যাভেন ,মোহাম্মদ সাহাবুদ্দিন, মোহাম্মদ আলী , মোঃ মোস্তফা,আবদুর রহমান,মোঃ আলভী ,বাবুল ( ফারুক ) , ইসমাইল হোসেন,সজিবুল মাওলা , শামীম চৌধুরী, ইকরাম উল্লাহ লিটন, ওয়াহিদ চৌধুরী, রহমান বাবুল, আনোয়ার জমিদার,মোক্তাদের রহমান, ইকবাল হোসেন, তফসিরের রহমান, মেহেদী, হূমায়ুন কবির,গিয়াসউদ্দিন,কাউছার, শাহজাহান,মোঃ আইয়ুব এবং আকবর হোসাইনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন !