আটলান্টিক সংবাদ নিউজ ডেস্ক: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন বাংলাদেশের অন্যতম জেলা ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসাবে মনোনীত হয়েছেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সার্বিক পর্যবেক্ষণ ও মূল্যায়নের ভিত্তিতে ২০২২-২০২৩ অর্থ বছরে এই জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে মাহমুদ হোসেন রিপনের নাম ঘোষণা করা হয়। এই সংবাদে সৌজালিয়াবাসীসহ কাঠালিয়া উপজেলার সর্বস্তরের মানুষ আনন্দিত ও গর্বিত। জনাব রিপন এর আগেও একাধিকবার জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে বিবেচিত হয়েছিলেন।
ঝালকাঠি জেলায় মোট চারটি উপজেলা রয়েছে এর অধীনে ৩২ টি ইউনিয়ন পরিষদ রয়েছে।জনাব রিপন এক যুগের অধিক সময় ধরে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে বহু সুনাম ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করে আসছেন। এই সংবাদে উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ চেয়ারম্যান কে অভিনন্দন জানিয়ে তারা বলেন এই মেধাবী চৌকস সৎ ও সুদক্ষ চেয়ারম্যান কে উপজেলা বা জেলার কোন বড় পদে আসীন করতে পারলে জেলার মানুষেরা উপকৃত হবে। জনাব রিপন ছাত্রজীবনের অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি একজন সুশিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তার বড় ভাই জনাব খায়রুল ইসলাম মান্নান বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত আছেন।
জনাব রিপন সকলের কাছে দোয়া চেয়েছেন এবং যাদের সুবিবেচনায় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং তার সকল অর্জন এলাকাবাসীর জন্য উৎসর্গ করেছেন।