আটলান্টিক সিটি থেকে মোঃ শাহীন : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথজার্সি নিউ জার্সি অঙ্গরাজ্যের একটি ঐতিহ্যবাহী বাংলাদেশি সংগঠন। সুনামধন্য ও পরিচিত এই সংগঠনের উদ্যোগে বাংলাদেশীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রতি বছর বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। এই সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত “বাংলাদেশ মেলা” ইতিমধ্যে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীদের কাছে অতি পরিচিত এবং জনপ্রিয়তা অর্জন করেছে। তাই সংগঠনের কর্মকর্তারাও এই মেলাকে সাফল্যমন্ডিত করার জন্য প্রতিবছরের ন্যায় প্রবাসীদের অংশগ্রহনের মাধ্যমে একটি কমিটি গ্রহন করে থাকেন।
প্রতিবছর এই মেলায় দেখা যায় হাজার হাজার বাংলাদেশিদের উপস্থিতি। দল-মত-নির্বিশেষে মেলায় এসে আনন্দে মেতে উঠেন বাংলাদেশীরা।, এই মেলার প্রাঙ্গণে থাকে শাড়ি চুড়ি গহনা ও খাবারের স্টল।দেশের ও প্রবাসের সুপরিচিত শিল্পীরা এই মেলায় এসে সঙ্গীত পরিবেশন করেন তাই এবারও এর ব্যতিক্রম হবে না বলে জানিয়েছেন সংগঠনের কর্মকর্তা এবং নেতৃবৃন্দ।
মেলাকে সুষ্ঠভাবে আয়োজনের লক্ষ্যে গত ১৬ই মে রোজ মঙ্গলবার সন্ধ্যা ৮টা ৩০ মিনিটে এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে এক বৈঠকের মাধ্যমে সাংবাদিক মোহাম্মদ আবু নছর কে আহবায়ক ও মোহাম্মদ রহমান বাবুলকে সদস্যসচিব করে মেলা আয়োজন কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের সভাপতি মোঃ আব্দুর রফিক, মোহাম্মদ আবু নছর, মোহাম্মদ রহমান বাবুল, গিয়াস উদ্দিন পাঠান, কাজী লিটন, মোহাম্মদ মনিরুজ্জামান, বেলাল হোসেন, মাসুদ চৌধুরী, আজিজুল ইসলাম ফেরদৌস, মোঃ বাবু, মোঃ শাহরিয়ার, শেখ আমিন, মোঃ নান্না, সাখাওয়াত হোসেন ও বাংলাদেশ প্রেসক্লাব অফ আটলান্টিক সিটির সাধারণ সম্পাদক ও আটলান্টিক সংবাদের সম্পাদক মোঃ শাহিন প্রমুখ।
সংগঠনের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা।