আটলান্টিক সংবাদ প্রতিনিধি: এসো মিলি সবে নবান্নের উৎসবে,হারিয়ে যাই শীতে মজাদার পিঠার স্বাদে” এই শ্লোগানকে সামনে রেখে মজাদার পিঠা উৎসব “নবান্ন উৎসবের” আয়োজন করেছিলেন নিউজার্সীর সাউথজার্সীতে বসবাসরত বৃহত্তর সিলেট অঞ্চলের অন্যতম সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি। আটলান্টিক সিটির ২৫২৪ আর্টিক্ এভিনিউস্থ চাইনিজ কমিউনিটি সেন্টারে গত ৩০ নভেম্বর ২০২২ মঙ্গলবার অনুষ্ঠিত হল এই নবান্ন উৎসব ২০২২। জালালাবাদ এসোসিয়েশনের এই আয়োজনে চাইনিজ কমিউনিটি সেন্টার ছিল লোকে লোকারন্য। আটলান্টিক সিটিতে বসবাসরত সকল অঞ্চলের বাংলাদেশীরা উপস্থিত হয়েছিলেন শীতের পিঠার স্বাদ নিতে।
আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই উৎসবে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি কামালউদ্দীন ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সাউথজার্সীর বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
জালালাবাদ এসোসিয়েশনের অন্যতম নেতা আমিনুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশী খ্যাতিমান সঙ্গীত শিল্পী চন্দন চৌধুরীর মন মাতানো বাংলা ও হিন্দি গান পরিবেশনা সবার কাছে ছিল খুবই উপভোগ্য । অতিথী শিল্পীর পাশাপাশি উৎসবে সঙ্গীত পরিবেশন করেন রবিউল হোসেন মাছুম ও আমিনুর রহমান।
এসোসিয়েশনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্তিত হয়ে অনুষ্ঠানটি সফল করায় সকলকে ধন্যবাদ জানান। নবান্ন উৎসবের সার্বিক সহযোগিতায় ছিলেন, রোকন পাশা, তুষার আহমদ, আবু সুফিয়ান, আবদুস সালাম, লুৎফুর রহমান ।