আটলান্টিক সংবাদ নিউজ ডেস্ক: গত ২৯ নভেম্বর,২০২২ মঙ্গলবার আটলান্টিক সিটির নিকটবর্তী এগ হারবার টাউনশীপের নিজাম রেষ্টুরেন্টের বলরুমে অনুষ্ঠিত হয়ে গেল আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের ২০২২-২০২৩ বর্ষের নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান। আটলান্টিক সিটিতে বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অনুষ্ঠান মানেই সাউথজার্সীতে বসবাসরত বাংলাদেশীদের মিলন মেলা।গত ২৯ নভেম্বর,মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটি’র ২০২২-২০২৩ বর্ষের নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউজার্সীর ডিস্ট্রিক ১৬ এল গভর্নর ইলাই মাতি এবং বিশেষ অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন কেন লি ও লায়ন জোন চেয়ার -৬ মিলি স্মিথ।
অভিষেক অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল নতুন কমিটির পরিচিতি এবং লায়ন্স ক্লাবের কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিতকরন।নতুন কেবিনেটের সভাপতি কনক রাউথ এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন আকবর হোসাইন ও কোষাধক্ষ্য শ্রী রয়। বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের ২০২২-২০২৩ বর্ষের নতুন কার্যকরী কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি লায়ন আবদুর রফিক,লায়ন মোহাম্মদ জহিরুল ইসলাম বাবুল এবং লায়ন মোজাহের আলী,টেইল টুইস্টার লায়ন আবু জাফর ভূঁইয়া, লায়ন টেমার লায়ন জাকিয়া তানিয়া, এলসিআইএফ কোর্ডিনেটর লায়ন মোহাম্মদ হোসাইন জনি, ক্লাব সার্ভিস চেয়ারপারসন লায়ন কাজী ইসলাম, সাইট চেয়ার পারসন লায়ন রহমান বাবুল,মেম্বারশীপ চেয়ারপারসন লায়ন ফারুক তালুকদার, ডাইরেক্টর লায়ন ইশরাত জাহান, লায়ন জয়া রয়, লায়ন তানিম রহমান জাবেদ,লায়ন, নিবেদিতা রাউথ,লায়ন সেলিম আলম এবং মনোয়ারা হোসেন।
প্রাক্তন সভাপতি ফারুক তালুকদার তার সংক্ষিপ্ত বক্তব্যে গত কয়েক বছরে নেয়া বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন আগামী নতুন নতুন প্রজেক্ট হাতে নিয়ে ক্লাবকে আরও গতিশীল করার জন্য আহবান জানান।
সংগঠনের সদস্যকরনের ক্ষেত্রে যাচাই বাছাই, সকল সদস্যদেরকে সমভাবে মূল্যায়ন, ভিন্নধর্মী অনুষ্ঠান আয়োজন, দল নিরপেক্ষ চিন্তাভাবনা এবং শুধুমাত্র সোসাইটিতে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গদেরকে সংগঠনের বাৎসরিক অনুষ্ঠানে আমন্ত্রন মানবকল্যানমুখী এই সংগঠনকে ভিন্নধর্মী ইমেজ তৈরীতে সাহায্য করেছে।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগ সভাপতি শামসুল ইসলাম শাহজাহান, নিউজার্সী ষ্টেট বিএনপি সাউথ সভাপতি সৈয়দ মোঃ কাউছার, অনলাইন নিউজ পোর্টাল আটলান্টিক সংবাদ সম্পাদক এবং বাংলাদেশ প্রেস ক্লাব আটলান্টিক সিটির সাধারন সম্পাদক মোহাম্মদ শাহীন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব আশিক ইসলাম, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সাধারন সম্পাদক সোহেল আহমেদ,আসাল নিউজার্সী চেপ্টার সভাপতি ফারুক হোসেন, চটগ্রাম বিশ্ববিদ্যালয় মাষ্টার্স এসোসিয়েশন অব নিউজার্সীর সাধারন সম্পাদক মীর হোসাইন, আটলান্টিক সিটি জিটনী এসোসিয়েশন সহ সভাপতি মোহাম্মদ কুদ্দুস,আটলান্টিক সিটি টেক্সী এসোসিয়েশন সভাপতি মোহাম্মদ আইয়ুব, আটলান্টিক সিটি টেক্সী এসোসিয়েশন সাধারন সম্পাদক এবং অনলাইন নিউজ পোর্টাল বাংলাসংবাদ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনিরসহ কমিনিটির বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে যুক্তরাষ্ট্রের ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন শেষে বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সভাপতি ফারুক তালুকদার ।এরপর লায়ন রহমান বাবুল অনুষ্ঠানে উপস্হিত কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদেরকে সুধীজনদের সাথে পরিচয় করিয়ে দেন এবং তাদেরকে পুস্পস্তবক দিয়ে বরণ করেন লায়ন আকবর হোসাইন। লায়ন মামুন মোস্তফার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং স্মৃতিচারন করেন লায়ন আবদুর রফিক এবং লায়ন কনক শ্রী রয়। এছাড়াও বক্তব্য রাখেন, লায়ন রহমান বাবুল, লায়ন কাজী লিটন, লায়ন এবং তানিম রহমান জাবেদ,লায়ন।নতুন কমিটির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান ইলাই মাতি ।নতুন কমিটির সভাপতি কনক রাউথ এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটির সভাপতি লায়ন ফারুক তালুকদার । ক্লাবের প্রাক্তন সভাপতি শ্রী পিন্টু রয় জোন চেয়ার -৩ এবং সাবেক সভাপতি লায়ন কাজী লিটন জিএলটি কো-অর্ডিনেটর নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
নতুন কমিটির সভাপতি কনক রাউথ অনুষ্ঠান আয়োজনে সকল লায়ন্স সদস্যদের সহযোগিতার কথা স্বরণ করে উপস্থিত সকলকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানান। ডিনার পরিবেশনের মধ্যে দিয়া অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।