আকবর হোসাইন আটলান্টিক সিটি থেকে:-আজ ২১ই মার্চ, ২০২৩ শুক্রবার উত্তর আমেরিকার অন্যান্য স্থানের মতো আটলান্টিক সিটিতেও পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। যুক্তরাষ্ট্রের নিউজার্সী অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে ভিন্ন ভিন্ন ভ্যানুতে অনুষ্ঠিত হল পবিত্র ঈদুল ফিতরের নামাজ।
ঈদের জামাতের সবছেয়ে বড় জামাত অনুষ্ঠিত হল প্রায় দুই মিলিয়ন ডলারে নির্মিত আটলান্টিক সিটি মুসলিম সেন্টারে প্রথম এবং দ্বিতীয় তলায়। তিন তলা বিশিষ্ট মুসলিম সেন্টার অব আটলান্টিক সিটিতে প্রায় সহস্রাধিক মুসল্লী একসাথে ঈদের নামাজ আদায় করেছেন। আটলান্টিক সিটির ফ্লোরিডা এভিনিউতে অবস্থিত মুসলিম সেন্টারের আটলান্টিক এবং ফ্লোরিডা এভিনিউস্থ পার্কিং এবং আটলান্টিক এবং বেলভিউ এভিনিউস্থ দুইটি পার্কিং এর ব্যবস্থা থাকায় মুসল্লীদেরকে এইবছর পার্কিয়ের কোন সমস্যায় পড়তে হয়নি। সকাল নয়টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ শুরু হয় । প্রতিষ্ঠাতা ইকবাল হোসেনের মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য দেয়ার পর ঈদের নামাজের জামাত শুরু হয়।ঈদ জামাতে ইমামতি করেন হাফেজ আসিফ।
মো: ইকবাল হোসেন জানান ইসলামিক সেন্টারের নীচ তলায় মহিলাদের জন্য নামাজের সুব্যবস্থা থাকায় বিপুল সংখ্যক মহিলা এখানে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে বিশ্বের সকল মুসলামানদের শান্তি কামনা করে মুনাজাত করা হয়।
এছাড়াও ঈদুল ফিতরের অন্যান্য জামাত অনুষ্ঠিত হয় আটলান্টিক সিটির মসজিদ আল তাকওয়ার তত্ত্বাবধানে স্থানীয় সেন্ট ক্যাসেল ষ্টেডিয়ামের খোলা মাঠে।সকাল সাড়ে আটটায় মসজিদ আল তাকওয়ার জামাত শুরু হয় ।এছাড়া সকাল নয়টায় আলহেরা মসজিদ, মসজিদ মোহাম্মদ এবং এবসিকন সিটির মসজিদ দারুস সালামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।