দেশজুড়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (১০ মার্চ)। রাজশাহী নগরীর ২টি কেন্দ্র এবং ৫টি উপকেন্দ্রে ওই দিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা চলাকালীন প্রত্যেক কেন্দ্র ও উপকেন্দ্র ঘিরে বিশেষ নিরাপত্তা নিচ্ছে রাজশাহী মহানগর পুলিশ। এরই অংশ হিসেবে বিধিনিষেধ আরোপ করেছে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২-এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে এই আদেশ জারি করেন আরএমপি কমিশনার মো. আনিসুর রহমান।
আরএমপি কমিশনার বলেন, পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ (চার)-এর অধিক জনসাধারণের একত্রে চলাচল নিষিদ্ধ।
পরীক্ষা কেন্দ্রগুলো হলো- রাজশাহী মেডিকেল কলেজ ও রাজশাহী কলেজ কেন্দ্র এবং রাজশাহী উপকেন্দ্র হিসেবে নিউ গভ: ডিগ্রি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ।
আইন অমান্যকারীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও জানায় আরএমপি।