আটলান্টিক সংবাদ ডেস্ক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাল আটলান্টিক সিটিতে বসবাসরত শতাধিক প্রবাসী বাংলাদেশী।
গত ২০ ফেব্রয়ারী, ২০২৩ সোমবার রাত বারোটায় বাংলাদেশ এসোসিয়েশন অফ আটলান্টিক কাউন্টির আমন্ত্রণে বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সংগঠনের উদ্যোগে নির্মিত অস্থায়ী বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
বাংলাদেশ এসোসিয়েশন অফ আটলান্টিক কাউন্টির উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ এসোসিয়েশন অফ আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান এবং সোহেল আহমেদের নেতৃত্বে কাউন্টির নেতৃবৃন্দ, সাউথজার্সি মেট্রো আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিবের নেতৃত্বে সাউথজার্সি মেট্রো আওয়ামীলীগের নেতৃবৃন্দ, নিউজার্সি স্টেট বিএনপির সভাপতি সৈয়দ মোঃ কাউছারের নেতৃত্বে নিউজার্সি স্টেট বিএনপির নেতৃবৃন্দ , চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাষ্টার্স এসোসিয়েশন অব ইউএসএর সদস্যবৃন্দ ,বাংলাদেশ প্রেসক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি আকবর হোসাইন, জালালাবাদ এসোসিয়েশন অব সাউথজার্সীর নেতৃবৃন্দ, জাসাস, বৃহত্তর নোয়াখালী সোসাইটি, বেঙ্গল ক্লাব অফ আটলান্টিক সিটি,আটলান্টিক সিটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির নেতৃবৃন্দ, আটলান্টিক সিটি গীতা সংঘের সভাপতি বিপ্লব দেব এবং আটলান্টিক সিটি এসি টাইগার্সের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন করেন বাংলাদেশ এসোসিয়েশন অফ আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান এবং সোহেল আহমেদ, নিউজার্সি স্টেট বিএনপির সভাপতি সৈয়দ মোঃ কাউছার, বাংলাদেশ এসোসিয়েশন অফ আটলান্টিক কাউন্টির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান কাঞ্চন বল, আটলান্টিক সিটি গীতা সংঘের সভাপতি বিপ্লব দেব, মেট্রো আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব সাংবাদিক আকবর হোসাইন,সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর ভূইয়া,অপরাজিতা সংগঠনের প্রধান নির্বাহী পূলক দাস, আওয়ামী লীগ নেতা ফরহাদ সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম খালেদ, আওয়ামীলীগ নেত্রী জয়শ্রী দে, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সেলিম, কমিউনিটি ব্যক্তিত্ব মিরাজ খান, জামিল চৌধুরী,বিএনপি নেতা মনির হোসেন, কমিউনিটি নেতা বিপ্লব বরন দাস, বিএনপি নেতা আবদুল কালাম,আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান এবং আটলান্টিক সিটির সিটি হলের কালচারাল ডিপার্টমেন্টের সুপারভাইজার মিল্টন চৌধুরী, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলীর কাজল বাড়ই,মোঃ সোহেল, কৃষ্ণা চৌধুরী এবং বিশিষ্ঠ ব্যবসায়ী বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন শত শহীদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা মাতৃভাষা বাংলা পেয়েছি । তাই মাতৃভাষা বাংলাকে যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ এসোসিয়েশন অফ আটলান্টিক কাউন্টির উদ্যোগে শহীদ মিনার নির্মানের ব্যবস্থা নেয়া হবে।