আটলান্টিক সংবাদ ডেস্ক:বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় নিউ জার্সির আটলান্টিক সিটিতে গত ২০ ফেব্রয়ারী, ২০২৩ সোমবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথজার্সির উদ্যোগে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালিত হল শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
এই আয়োজনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথজার্সির আমন্ত্রণে বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সংগঠনের উদ্যোগে নির্মিত অস্থায়ী বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য ও এক মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে সঙ্গীত পরিবেশন করেন মোঃ মাসুম।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথজার্সির উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথজার্সি, সাউথজার্সি মেট্রো আওয়ামীলীগ, বাংলাদেশ লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটি, বাংলাদেশ প্রেসক্লাব অব আটলান্টিক সিটি, নিউজার্সি স্টেট বিএনপি, জাসাস, বৃহত্তর নোয়াখালী সোসাইটি, বেঙ্গল ক্লাব অফ আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথজার্সির সভাপতি মোঃ জহিরুল ইসলাম বাবুল সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা. ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুর রফিক, মেট্রো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কুতুব উদ্দিন ইমরান, নিউজার্সি এস্টেট বিএনপি’র সাবেক আহবায়ক গিয়াস উদ্দিন পাঠান, বিশিষ্ট সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মনিরুজ্জামান, আওয়ামী লীগ নেতা মোঃ বেলাল হোসেন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মুক্তাদির, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মঞ্জু , আওয়ামী লীগ মোহাম্মদ বেলাল, বাংলাদেশ লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির সাবেক সভাপতি শ্রী পিন্টু রয়, বাংলাদেশ লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি শ্রী কনক রাউথ, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি মোহাম্মদ রানা কবির,সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সেলিম, সাউথজার্সি মেট্রো আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল আজাদ মিঠু, সংগীত শিল্পী মোঃ মাসুম, মোহাম্মদ শিপন প্রমুখ।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন আজ থেকে ৭১ বছর পূর্বে যাদের আপোষহীন সংগ্রাম
ও বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা মাতৃভাষা বাংলাকে অক্ষুন্ন রাখতে পেরেছিলাম আজ আমরা তাদের ও তাদের অর্জনকে ভুলে যেতে বসেছি। তাই মাতৃভাষা বাংলাকে বাঁচিয়ে রাখতে হলে সর্বস্তরে বাংলা ভাষা চালু করার আহ্বান জানান। সকল পর্বের অনুষ্ঠান সুচারুরূপে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জাকিরুল ইসলাম খোকা।