সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমি আমার ক্ষমতা প্রয়োগ করবো। সুষ্ঠু নির্বাচনের জন্য যদি ক্ষমতাসীন বা বিরোধী দল ক্ষতিগ্রস্ত হয় এতে আমার করার কিছু নেই।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানী গুলশানে নিজ বাসা থেকে বেসরকারি টেলিভিশন যমুনা নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
‘আগামী সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে কোনো উদ্যোগ নেবেন কিনা’ এমন প্রশ্নে তিনি বলেন, সবার অংশগ্রহণে নির্বাচন সারা বিশ্ব চায়, জনগণও চায়। সবাইকে নির্বাচনে অংশ নিতে হবে। সরকারের দায়িত্ব কী? দায়িত্ব হলো, যেসব ক্ষমতা দেয়া হয়েছে, সে ক্ষমতার মধ্যে থেকে যেন সকল দায়িত্ব পালন করা। এরমাঝে কখনও রাষ্ট্রপতির হস্তক্ষেপের দায়িত্ব পড়ে। তবে হ্যা আমার যে ভূমিকা তা আমি রাখবো। একটা ন্যায়ভিত্তিক কর্মসূচির মাধ্যমে আমি আমার ক্ষমতাকে প্রয়োগ করবো।