1. jmmasud24@gmail.com : ablogin :
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

তাসমানিয়ায় সৈকতে আটকে ৬৭ তিমির মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৬ Views

অস্ট্রেলিয়ার তাসমানিয়ার একটি সমুদ্র সৈকতে ১৫০ টিরও বেশি তিমি আটকা পড়েছে। এদের মধ্যে ৬৭ তিমির মৃত্যু হয়েছে এবং আরো ৯০টি তিমি মৃত্যু ঝুঁকিতে রয়েছে। আটকে পড়া তিমিগুলো ‘ফলস কিলার হোয়েল’ নামে পরিচিত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তাসমানিয়ার উত্তর-পশ্চিম উপকূলে আর্থার রিভারের নিকটে সমুদ্র সৈকতে ১৫০ টিরও বেশি তিমি আটকা পড়েছে। তিমিগুলো আনুমানিক ২৪ থেকে ৪৮ ঘণ্টা ধরে আটকে আছে। এর মধ্যে ৬৭টি তিমি এরই মধ্যে মারা গেছে। বাকিগুলোও মৃত্যুর ঝুঁকিতে। জীবিত উদ্ধারে জোর চেষ্টা চলছে।

তাসমানিয়ার পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের একজন লিয়াজোঁ অফিসার ব্রেন্ডন ক্লার্ক বলেছেন, পরিস্থিতি ভয়াবহ হলেও বিশেষজ্ঞরা উদ্ধারের বিকল্পগুলোকে মূল্যায়ন করেছেন। তারা বলছেন তিমিগুলোকে সরাসরি সমুদ্রে পুনরায় ভাসিয়ে দেওয়া ভীষণ চ্যালেঞ্জিং এক্ষেত্রে কর্মকর্তাদের জন্যও বেশ ঝুঁকি রয়েছে।

ক্লার্ক বলেন, আমরা বর্তমানে পরিস্থিতি সাবধানতার সাথে মূল্যায়ন করছি। কিন্তু এত দূরবর্তী স্থানে প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া এবং কঠিন পরিস্থিতি মোকাবিলা করা আমাদের কার্যক্রমকে জটিল করে তুলছে।

কর্তৃপক্ষ জনসাধারণকে ঘটনাস্থল এড়িয়ে চলতে বলেছে এবং রাস্তাঘাটে প্রবেশাধিকার সীমিত করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা জোসেলিন ফ্লিন্ট অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে জানান, বুধবার সকালে আমার ছেলে রাতে মাছ ধরার সময় তিমিগুলোকে দেখতে পান। সে ঘটনাস্থলে গিয়ে দেখে, অনেকগুলো তিমি আটকে পড়েছে। সেখানে বাচ্চা তিমিও আছে… তাদের পরিবার আছে। তাদের চোখ খোলা, তারা তার দিকে তাকিয়ে আছে, যেন সাহায্য চাইছে।

এদিকে তিমিগুলোর আটকে পড়ার কারণ এখনও স্পষ্ট না হলেও ধারণা করা হচ্ছে- বিভ্রান্তি, অসুস্থতা, আঘাত অথবা শিকারীদের হাত থেকে পালিয়ে আসার সময় এগুলো আটকে গেছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোকে তাসমানিয়ায় এমন ঘটনা বেশ কয়েকটি ঘটেছে। যার মধ্যে ২০২০ সালে দেশটির সবচেয়ে ভয়াবহ ঘটনাও রয়েছে। তবে গত ৫০ বছরে একসাথে এতগুলো ফলস কিলার হোয়েল আটকে পড়ার ঘটনা ঘটেনি। ফলস কিলার হোয়েল বৃহত্তম ডলফিন প্রজাতির মধ্যে একটি। এটি ৬ মিটার লম্বা এবং ১.৫ টন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION