1. jmmasud24@gmail.com : ablogin :
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে ‘সাঁতাও’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৪০২ Views

২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে। প্রতিদিন ৫টি ভেন্যুতে দেখানো হবে ১২৯টি পূর্ণদৈর্ঘ্য ও ১২৩টি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র। এর মধ্যে ৮১টি বাংলাদেশের চলচ্চিত্র। আজ উৎসবের সপ্তম দিন। আজ ছয়টি ভেন্যুতে প্রদর্শিত হচ্ছে ২২টি স্বল্পদৈর্ঘ্য ও ২১টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ ‘সাঁতাও’ সিনেমাটি দেখানো হচ্ছে । খন্দকার সুমনের পরিচালনায় গণমানুষের অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী আইনূন পুতুল। সিনেমাতে তার চরিত্রের নামও পুতুল। সিনেমাটি ২৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবার কথা রয়েছে। এর আগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হচ্ছে আজ শুক্রবার।

প্রধান মিলনায়তন, জাতীয় জাদুঘর

বেলা তিনটায় ‘উইথ দ্য উইন্ড’, ইরান। বিকেল পাঁচটায় ‘নাকোডো-ম্যাচমেকারস’, জাপান। সন্ধ্যা সাতটায় ‘সাঁতাও’, বাংলাদেশ।

জাতীয় চিত্রশালা মিলনায়তন

সকাল ১০টা ৩০ মিনিটে ‘অভিযান’, ভারত। বেলা একটায় ‘ডিয়ার ফ্রেন্ড’, ভারত। বেলা তিনটায় ‘একটি খুনের বিবরণ’, বাংলাদেশ। বিকেল পাঁচটায় ‘ওরা ৭ জন’, বাংলাদেশ।

সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় জাদুঘর

বেলা তিনটায় ‘ঘাটে ফৌরি’, ইরান। বিকেল পাঁচটায় ‘অপরাজিত’, ভারত। সন্ধ্যা সাতটায় বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আওয়াজ হাঘরেতেই’, ‘গ্রহ গ্রস্ত’, ‘বনসাই’, ‘তুলিকা’, ‘অ্যাংগার’ এবং ‘ইয়োর আইস’।

শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্য অডিটরিয়াম

সকাল ১০টা ৩০ মিনিটে ‘ম্যাজেল এ তাজেম্সতভি লেসা’, জার্মানি; ‘লা–এয়ার দে রেইন’, ফ্রান্স। বেলা একটায় ‘মাগোয়াডো’, স্পেন, ব্রাজিল। বেলা তিনটায় ‘হেয়ারআফটার বাইগন’, শ্রীলঙ্কা। বিকেল পাঁচটায় ‘যায় যায় দিন’, বাংলাদেশ; ‘কুয়োর ব্যাঙ’, বাংলাদেশ; ‘কত দিন স্কুল এ যাই না, বাংলাদেশ; ‘বাট হোয়াই?’, বাংলাদেশ; ‘জার্নি টু জিরো’, বাংলাদেশ; ‘না পাক’, বাংলাদেশ সন্ধ্যা সাতটায় ‘গোয়িং হোম’, সাউথ কোরিয়া; ‘পার্ম’, সাউথ কোরিয়া; ‘ডোন্ট গেট টু কমফোর্টেবল’ (কাতার, ইউএসএ, নেদারল্যান্ডস, ইয়েমেন, ইউএই); ‘কিটপ্রেস ৩৫এ’, রোমানিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION