কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালানোর দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে দোহার বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে, আকাশে দেখা যায় কালো ধোঁয়া।
আইডিএফ জানায়, শিন বেতের সঙ্গে যৌথ অভিযানে হামাসের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
হামাসের এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে নিশ্চিত করেন, দোহায় থাকা তাদের আলোচক দল ছিল এই হামলার লক্ষ্য।