আটলান্টিক সিটি থেকে মোঃ শাহীন: বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ ডক্টর লুৎফুর রহমান গত ৩মে বুধবার,২০২৫ সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে নিউজার্সির আটলান্টিক সিটির আটলান্টিক কেয়ার হাসপাতালে বার্ধক্য জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
ডক্টর লুৎফুর রহমান ২০০০ সালের প্রথমদিকে স্বপরিবারে যুক্তরাষ্ট্রে আসেন এবং তখন থেকেই নিউ জার্সি স্টেটে বসবাস শুরু করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন এবং পরবর্তীতে বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন ডক্টর লুৎফুর রহমান। বঙ্গবন্ধু প্রেমিক ডক্টর লুৎফুর রহমান যুক্তরাষ্ট্র আওয়ামীীলীগের উপদেষ্ঠা হিসাবে সুনামের সাথে তার দায়িত্ব পালন করেন এবং মূত্যুর আগের দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। ডক্টর রহমান এক ছেলে ও তিন কন্যা সন্তানের জনক।
তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোক জানিয়ে আত্নার মাগফেরাত কামনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, উপদেষ্টা মন্ডলীর সদস্য ডক্টর প্রদীপ রঞ্জন কর, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, বাংলাদেশ প্রেস ক্লাব অফ আটলান্টিক সিটির সভাপতি ও বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অফ আটলান্টিক সিটির সভাপতি সমাজসেবক মোঃ আকবর হোসেন, এশিয়ান আমেরিকান সোসাইটির সভাপতি ও বাংলাদেশ প্রেসক্লাব অব আটলান্টিক সিটির সাধারণ সম্পাদক মোঃ শাহিন, স্থানীয় আওয়ামী লীগ নেত্রী নাসরিন নাহার মুন্নি, বাংলাদেশ এসোসিয়েশন অফ সাউথ জার্সির সাবেক সভাপতি সাব্বির হোসেন ভূইয়া, সাবেক সভাপতি আওলাদ হোসেন এবং বর্তমান সভাপতি জহিরুল ইসলাম বাবুল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।মরহুমের জানাজা আগামীকাল দুপুর ১ টায় নিউজার্সী ষ্টেটর এডিসন সিটির এডিসন মসজিদে অনুষ্ঠিত হবে এবং নর্থজার্সীর মালব্রো সিটির মুসলিম কবরস্থানে দাফন করা হবে বলে জানানো হয় তার পরিবারের পক্ষ থেকে।