মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছে দেশটির ফেডারেল আদালতের আপিল বিভাগ।
শনিবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ফেডারেল আদালতের আপিল বিভাগ বলছে, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে একতরফাভাবে বিভিন্ন দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিলেন।
তবে, ট্রাম্পের দাবি ছিল, বাণিজ্য ঘাটতি যুক্তরাষ্ট্রের জন্য একটি “জাতীয় জরুরি অবস্থা” সৃষ্টি করেছে। যার কারণে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
তবে যুক্তরাষ্ট্রের আদালত সেই যুক্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। ফেডারেল আদালত থেকে দেওয়া রায়ে বলা হয়েছে, আইনে প্রেসিডেন্টকে জরুরি অবস্থায় নানা পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেওয়া হলেও কোথাও শুল্ক বা কর আরোপের ক্ষমতা স্পষ্টভাবে উল্লেখ নেই।
এদিকে, ট্রাম্প প্রশাসন এই রায়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে আপিল আদালত জানিয়েছে, অক্টোবর ১৪ পর্যন্ত ট্রাম্পের শুল্কনীতি কার্যকর থাকবে।