আটলান্টিকসংবাদ ডেস্ক: চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এ্যালমনাই অ্যাসোসিয়েশান অব ইউ এস এ এর আসন্ন কনভেনশন -২০২৪-২০২৫ সফল করার লক্ষ্য গত ১৩ই জুলাই, ২০২৫ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যর বস্টন এর প্রাণকেন্দ্রর হোটেল রয়েল শোনেটা অব বস্টন এর প্রাঙ্গনে এক সংবাদ সন্মেলন অনুস্টিত হয়। সংবাদ সন্মেলনটির আয়োজন করেন চবি এ্যালমনাই অ্যাসোসিয়েশান অব ইউ এস এ। বিশ্ববিখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে ১লা আগস্ট শুক্রবার বিকালে বাংলাদেশের টেকসই শিক্ষা ব্যবস্থা বিষয়ক এক বিশেষ সেমিনার এবং ২রা আগস্ট, ২০২৫ হোটেল রয়েল শোনেটায় কনভেনশনের অন্যান্য কর্মসূচির মাধ্যদিয়ে এবারের কনভেনশনের সকল প্রকারের প্রস্তুতি এবং বাংলাদেশ থেকে আগত সকল সন্মানিত অতিত্থির সন্মতির বিষয়াদি সংবাদ সন্মেলনে তুলে ধরেন, কনভেনশনের কনভেনার ও চবি এ্যালমনাই অ্যাসোসিয়েশান অব ইউ এস এ ম্যাসাচুসেট এর ফাউন্ডিং প্রেসিডেন্ট অধ্যাপক মোঃ জানে আলম।
চবি এ্যালমনাই অ্যাসোসিয়েশান অব ইউ এস এ, ম্যাসাচুসেট এর সন্মানিত প্রেসিডেন্ট ও কনভেনশন কমিটির মেম্বার সেক্রেটারি মোহাম্মদ সাইফুর আর চৌধুরী টিপুর সঞ্চালনায়, আগামী ০১লা আগস্ট, ২০২৫ইং হার্ভার্ড ক্যাম্পাস বিশেষ সেমিনার এবং ০২ আগস্ট, ২০২৫ইং হোটেল রয়েল শোনেটায় দুইদিন ব্যাপী এই কনভেনশনের বিভিন্ন দিকনির্দেশনাসহ, সংবাদ সন্মেলনে উপস্থিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকদের সামনে বক্তব্যসহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চবি এ্যালমনাই অ্যাসোসিয়েশান অব ইউ এস এ এর সন্মানিত প্রেসিডেন্ট ও বস্টন ইউ এস এ কনভেনশন ২০২৪-২০২৫ এর চেয়ারম্যান রায়হানুল ইসলাম চৌধুরী।
উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্র চবি এ্যালমনাই অ্যাসোসিয়েশান এর প্রেসিডেন্ট বলেন যে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য চবিয়ানদের হাতে গড়ে ওঠা সংগঠনগুলোর কার্যক্রম খুবই প্রশংসনীয়। তাঁদের সবার সর্বাঙ্গীণ সহযোগিতা এবং অংশগ্রহনের মাধ্যমে এই কনভেনশন সফল হবে। আমরা সবাইকে অংশগ্রহনের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। কারো সহিত বৈরিতা মনোভাব বা কারো উপর প্রভুত্ব বিস্তারের কোন সুযোগ এখানে নেই। সংখ্যাধিক্যর কারনে কোন কোন অঙ্গরাজ্য একই নামে বিভিন্ন সংগঠন থাকতেই পারে , কেননা চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসাবে সবারই সমান অধিকার আছে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহন করা । এই কনভেনশন দলমত বিভিন্ন মতবাদের অর্ধে থেকে একযুগে একই স্থানে আমাদের প্রিয় বিদ্যাপীঠ চট্রগ্রাম বিশ্ব বিদ্যালয়ের প্রতি ভালবাসা প্রকাশ করার এক সুবর্ণ সুযোগ করবে বলে আমাদের বিশ্বাস। সম্পুরক প্রশ্নের উত্তরে কনভেনশনের চেয়ারম্যান রায়হানুল ইসলাম চৌধুরী সংবাদ সন্মেলনে উপস্থিত বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানান যে, অন্যান্য চবি এ্যালমনাই অ্যাসোসিয়েশান অব ইউ এস এ থেকে একধাপ এগিয়ে যেটা অনেকে চিন্তা ভাবনার থেকে ভিন্নতর যা প্রতিবছর যুক্ত রাস্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে কনভেনশন আয়োজনের মধ্যদিয়ে চবিয়ানদের মিলন মেলার একটি সুবর্ণ সুযোগ যার সুচনা ২০১৯ সনের টেক্সাস কনভেনশনের মধ্য দিয়ে সুচিত হয়েছে। তাছাড়া পর্যায় ক্রমে আমরা তা বিভিন্ন স্ট্যাটে যেখানে যেখানে আমাদের এ্যালমনাইরা আছেন তাঁদেরকে সংগঠিত করে যোগাযোগ স্থাপনের মাধ্য দিয়ে বিভিন্ন অঙ্গরাজ্য গুলোতে এধরনের গুরুত্বপূর্ণ কনভেনশন করার সুদূর পরিকল্পনা এবারের কনভেনশনের অন্যতম লক্ষ্য হবে।
জনাব চৌধুরি আরও উল্লেখ করেন যে, চবি বস্টন কনভেনশনে-২০২৪-২০২৫ ইং হার্ভার্ড ক্যাম্পাসে আয়োজিত সেমিনারে যোগদান করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সন্মানিত বর্তমান উপাচার্য এবং একজন প্রাক্তন উপাচার্য মহোদয় যোগদান করবেন বলে সন্মতি প্রদান করেন। তাছাড়া হার্ভার্ড সেমিনার ও কনভেনশনে নিমন্ত্রিত অতিথিদের মধ্য রয়েছে, ম্যাসাচুসেট মেইন ষ্টীমের এর সন্মানিত অতিথি , ক্যামব্রিজ মেয়র,বোস্টনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক,বিভিন্ন পর্যায়ের গবেষক, প্রকৌশলী,ও বিজ্ঞানী।
তাছাড়া কনভেনশনের দ্বিতীয় দিনের শুরুতে রয়েছে হার্ভার্ড ,এম আইটি ক্যাম্পাস টুর। বিকাল শুরুতে অংশগ্রহণকারী বিভিন্ন অঙ্গরাজ্যর প্রতিনিধিদের স্মৃতিচারণ ও নিজ নিজ সংগঠনের প্রতিনিধিদের পরিচিতি ও সাংস্কৃতিক অনুস্টান । সন্ধ্যায় ডিনার পর্ব শেষ হবার সাথে সাথে আরম্ভ হবে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা, এবারের আকর্ষণে থাকছে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের অন্যতম, সামিনা চৌধুরী, নকিব খান, রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজয়ানা চৌধুরি বন্যা, এবং নজরুল সঙ্গীত শিল্পী লীনা তাপসি। সংবাদ সন্মেলনে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্য উপস্থিত ছিলেন চাকসুর প্রাক্তন নেতা এবং কনভেনশন ২০২৪-২৫ইং এর হোষ্ঠ সংগঠনের ভাইস প্রেসিডেন্ট জমিলা ইলিয়াস চট্টলা, চবি এ্যালমনাই অ্যাসোসিয়েশান অব ইউ এস এ, ম্যাসাচুসেট চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল প্রতাপ চন্দ্র শীল, জয়েন্ট সেক্রটারী জেনারাল শিমুল ব্ডুয়া, ডাইরেক্টর অব এডুকেশন এন্ড কালচারাল এফেয়াস আমানা রসিদ, অর্গানইজেসনাল আফেয়ার মিডিয়া পাবলিকেশন ডাইরেক্টর মোহাম্মদ মুর্তজা,এ্যালমনাই রাহাতুল আশেকিন রাহী এবং এ্যালমনাই ফাজানা আহাম্মেদ শিমুল। উপস্থিত স্থানীয় এবং নিউ ইয়র্ক থেকে আগত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকদের এবং উপস্থিত এ্যালমনাইদের ন্যবাদ জানিয়ে সংবাদ সন্মেলনের সমাপ্তি ঘোষণা করেন কনভেনার অধ্যাপক মোঃ জানে আলম।