1. jmmasud24@gmail.com : ablogin :
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন

হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা সৌদি আরবের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৪৭ Views

আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি সরকার। এতে পবিত্র মক্কা নগরীর সকল আবাসিক প্রতিষ্ঠানকে হজ পারমিটবিহীন, মক্কায় কাজের অনুমতি না থাকা বা বৈধভাবে অবস্থান না করা ব্যক্তিদের আবাসন না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশনা সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে বলে গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আগামী (২৯ এপ্রিল) থেকে এ নির্দেশনা কার্যকর হবে, যার মেয়াদ শেষ হবে হজ সমাপ্ত হওয়ার পর। নিরাপদ ও সুশৃঙ্খল হজ নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয়ের প্রচেষ্টার অংশ হিসেবে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। নির্দেশ পালন হচ্ছে কি না তা যাচাই করতে মক্কার আবাসিক এলাকাগুলোতে নিয়মিত টহল দেবেন সৌদির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিবৃতি বলছে, বৈধ হজ ভিসা বা বিশেষ পারমিট ছাড়াই মক্কায় প্রবেশকারী ব্যক্তিদের ২৯ এপ্রিল মঙ্গলবার থেকে শহরে থাকার অনুমতি দেয়া হবে না। এই নীতিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন থাকা হজযাত্রী ও কাজ করতে আসা ব্যক্তিরা বাদে সমস্ত ভিসাধারীদের ক্ষেত্রে প্রযোজ্য।

প্রতি বছর হজের মৌসুমে লাখ লাখ মুসল্লি হজ করতে সৌদি আসেন। তবে তাদের সবাই যে বৈধভাবে আসেন তা নয়। অনেকেই প্রয়োজনীয় নথি ব্যতীত অবৈধভাবে প্রবেশ করেন দেশটিতে। তাদের একটি অংশ আবার স্থায়ীভাবে সেখানেই থেকে যাওয়ার চেষ্টা করেন।

সাম্প্রতিক বছরগুলোতে এই নথিবিহীন অভিবাসীদের ব্যাপারে কঠোর নীতি নিয়েছে সৌদি আরব। অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করছে দেশটি। মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, সরকারি হজ নির্দেশিকার বাইরে কোনো ব্যক্তির আবাসন প্রদান কঠোরভাবে নিষিদ্ধ।

হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। প্রতি বছর বিশ্বজুড়ে লাখ লাখ মুসলমানকে আকর্ষণ করে এই ইবাদাত। সৌদি কর্তৃপক্ষ নিয়মিতভাবে ব্যাপক নিরাপত্তা এবং ব্যবস্থাপনার প্রোটোকল বাস্তবায়ন করে যাতে মুসল্লিদের ব্যাপক প্রবাহ সহজভাবে পরিচালনা করা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION