আটলান্টিকসংবাদ ডেস্ক: গত ১৩ নভেম্বর,২০২৪ বুধবার প্রবাসে জন্মগ্রহনকারী শিশু কিশোরদেরকে স্কুল শিক্ষার পাশাপাশি তাদের হোম ওয়ার্ক ,গনিত এবং বিজ্ঞান শিক্ষায় আরও দক্ষ করে গড়ে তোলরা জন্য নতুন আশা এবং প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছে “শেপার”।
প্রতিষ্ঠানটির সিইও শিপন সাখাওয়াত বলেন একটি সুন্দর পরিবেশের মাধ্যমে আগামী প্রজন্মকে শিক্ষিত করাই তোলাই হবে শেপারের মূল লক্ষ্য। “আত্ন বিশ্বাসসের সাথে অধ্যায়নের দক্ষতা তৈরী এবং শিশুদের জন্য উজ্জল ভবিষ্যত গঠনের” শ্লোগানের মধ্যে দিয়ে আটলান্টিক সিটির ২৪০২ ফেয়ারমাউন্ট এভিনিউতে গত ১৩ নভেম্বর,২০২৪ প্রতিষ্ঠানটি উদ্ভোধন করেন প্রতিষ্ঠানটির সিইও শিপন সাখাওয়াত।
প্রায় অর্ধ-শতাধিক শিশু-কিশোর এবং শিক্ষা সংস্কৃতির সাথে সম্পৃক্ত ডজন খানেক ব্যক্তিদের সমাবেশ ঘটেছিল তার প্রতিষ্ঠানটির যাত্রাকালে।তিনি জানান যুক্তরাষ্ট্রে জন্মগ্রহনকারী অর্ধ ডজন শিক্ষার্থীর মাধ্যমে শিক্ষার্থীদেরকে শিক্ষাদান করানো হবে, কারনে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহনকারী অনেক ছেলে-মেয়ে বাংলাদেশে পড়াশোনাকারীদের ইংরেজী ভালভাবে বুঝতে পারেন না। তবে শিক্ষকদেরকে সার্বিকভাবে সহায়তা এবং সহযোগিতা করবেন বাংলাদেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকতার সাথে সম্পৃক্ত কয়েকজন গুনী ব্যক্তি। ওরিয়েনটেশান ক্লাস শুরু হবে আগামী ১৮ নভেম্বর,২০২৪ সোমবার বিকেল সাড়ে চারটায়। ছেলেমেয়েদের ভর্তির পূর্বে বিস্তারিত জানার জন্য ওরিয়েনটেশান ক্লাসে আসার জন্য প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
২ ডিসেম্বর,২০২৪, সোমবার থেকে পুরোদমে ক্লাস শুরু করার কথা জানান। শিশুদের পাশাপাশি বয়স্কদের জন্য ইংরেজী শিক্ষা এবং যুক্তরাষ্ট্রে জন্মগ্রহনকারী ছেলেমেয়েদের জন্য বাংলা শেখার ব্যবস্থা থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত সকলেই প্রতিষ্ঠানটির সিইও শিপন সাখাওয়াতের এই ধরনের মহৎ কাজের ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির উত্তোরত্তর সাফল্য কামনা করেন।