1. jmmasud24@gmail.com : ablogin :
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন

বৃহত্তর নোয়াখালী সোসাইটি অব নিঊজার্সীর পিকনিক সম্পন্ন।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৪৯০ Views

আটলান্টিক নিউজ ডেস্ক: বৃহত্তর নোয়াখালী সোসাইটি অব নিঊজার্সীর উদ্যোগে  নিঊজার্সীর সাউথজার্সীতে বসবাসরত নোয়াখালীর  প্রবাসী বাংলাদেশীদের পিকনিক অনুষ্ঠিত হয়ে গেল নিউজার্সির পারভিন ষ্টেট পার্কে গত ২রা জুলাই,২০২৪। অপূর্ব সুন্দর এই পার্কে একত্রিত হয়েছিলেন নিউজার্সিতে বসবাসরত প্রায় দুই শতাধিক বৃহত্তর নোয়াখালীর প্রবাসীরা।

দীর্ঘদিন পর দেখা সাক্ষাত হওয়ায় কুশলাদি বিনিময় করছিলেন নোয়াখালীবাসীরা।স্কুল-কলেজ বন্ধ থাকায় নোয়াখালীবাসীর সাথে যোগ দিয়েছিলেন বাংলাদেশের বিভিন্ন্ অঞ্চলের অন্যান্য প্রবাসীরাও। পিকনিক কমিটি এবং  বৃহত্তর নোয়াখালী সোসাইটি অব নিঊজার্সীর  ভারপ্রাপ্ত সভাপতি সিরাজ ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সেলিমের নেতৃত্বাধীন এই সংগঠনটি নতুন হলেও দক্ষ ব্যবস্থাপনার কারনে  সুশৃংখলভাবে সম্পন্ন হয়। নিউইয়র্ক থেকে আসা দুপুরের খাবার খেয়ে আগত অতিথীরা তৃপ্তির ঢেকুর তোলেন।

পিকনিকের সার্বিক সহযোগিতায় ছিলেন আটলান্টিক সিটির পরিচিত মুখ জাহাঙ্গীর কবির, জহিরুল ইসলাম সেন্টু, কাজি  আরিফ লিখন, জয়দেব কর্মকার,শেখ কামাল সাজু, গোলাম সারোয়ার, মুজিবুর রহমান, জাফর ইসলাম, আবদুল জব্বার,  সামছুল ইসলাম মিজান, মোঃ বেলাল হোসেন ওমর ফারুক,গোলাম কাদের, আনিছুর রহমান, মহসিন আল মামুন, নুরুল ইসলাম, শেখ সেলিম, সিরাজুল ইসলাম, মোশারফ হোসেন, মাসুদুর রহমান, আলমগীর হোসেন,মোঃ খালেদ, নাসির আহমেদ এবং শাহাদাত হোসেনসহ আরও অনেকে।

দুপুরের সুস্বাদু খাবার পরিবেশনের পর   বিভিন্ন বয়সী ছেলে মেয়েদের খেলাধূলার পর্ব শূরু হয় এবং স্থানীয় শিল্পী সোহেল এবং  জয়ন্ত সংগীত পরিবেশন করেন।

পিকনিক কমিটির ভারপ্রাপ্ত-সভাপতি সিরাজ ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম(সেলিম) আগত অতিথিদেরকে ধন্যবাদ জানান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION