1. jmmasud24@gmail.com : ablogin :
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন

সাংবাদিক মাসউদ হত্যায় ৭ আসামির জামিন নামঞ্জুর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৩০০ Views

বরগুনা প্রেসক্লাবে আটকে রেখে কতিপয় সদস্যের মারধরের পর চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক তালুকদার মাসউদের মৃত্যুর ঘটনায় হত্যা মামলায় সাত আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার বরগুনার মূখ্য বিচারিক হাকিম আদালতে মামলার আটজন আসামি হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মো. হারুন অর রশীদ সাতজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কোর্ট পুলিশ ইন্সপেক্টর অশোক কুমার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার ১৩ নম্বর আসামি জাফর হাওলাদার ঘটনার সময় দেশের বাহিরে থাকায় তার জামিন মঞ্জুর করেন আদালত।

আসামিদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী আবদুর রহমান। জামিন শুনানিতে অংশ নেন এড. লুৎফুর রহমান, এড. সেলিনা আক্তার, এড. মীর্জা হুমাউন কবির বাচ্চু, এড. মামুন মোল্লা প্রমুখ।

জামিন প্রার্থনা করে আইনজীবীরা বলেন, তালুকদার মাসউদ হত্যার সাথে আসামিরা কেউ জড়িত নয়। সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করতে ষড়যন্ত্র ভাবে এই মামলা দায়ের করা হয়েছে। আসামিরা সকলে নির্দোষ, তারা জামিন পেতে পারে।

আসামি পক্ষের জামিন আবেদনের বিরোধীতা করে রাষ্ট্রপক্ষের জিআরও অশোক কুমার বলেন, এটি একটি আলোচিত হত্যা মামলা। মামলা তদান্তীন থাকাবস্থায় আসামিদের জামিন দিলে তদন্ত প্রভাবিত হতে পারে। উভয় পক্ষের বক্তব্য শেষে বিচারক এজাহারের ১৩ নং আসামি মো. জাফর হোসেন হাওলাদারের জামিন মঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION