1. jmmasud24@gmail.com : ablogin :
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০২:১৯ অপরাহ্ন

জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্টিত হয়ে গেল বেঙ্গল ক্লাব অব আটলান্টিক সিটির নতুন কমিটির অভিষেক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১১৬৫ Views

আটলান্টিক সংবাদ ডেস্ক: গত ৩ জানুয়ারী বুধবার ,২০২৪ অনুষ্ঠিত হয়ে গেল বেঙ্গল ক্লাব অব আটলান্টিক সিটির নতুন কমিটির অভিষেক এবং বর্ষবরন অনুষ্ঠান। রানা কবিরের সভাপতিত্ত্বে এবং চৈতী ও মিরাজ খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রায় দুই শতাধিক সাউথজার্সীতে বসবাসরত বাংলাদেশী অংশগ্রহন করেন।

জমজমাট আয়োজনের মধ্যে ছিল ২০০০ সালে আটলান্টিক সিটির অর্ধশতাধিক প্রবাসীর সমন্বয়ে বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পর কমিটির বিভিন্ন সময়ের সভাপতি এবং সাধারন সম্পাদকদেরকে ক্রেস্ট প্রদান।

কোরআন তেলোয়াত, বাইবেল এবং গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়ার পর শুভেচ্ছা বক্তব্য রাখেন মিরাজ খান, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর সভাপতি জহিরুল ইসলাম বাবুল, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান, প্রাক্তন সভাপতি আজিজুল ইসলাম ফেরদৌস, সাবেক সভাপতি আওলাদ হোসেন চৌধুরী সাধারন সম্পাদক কাজল বাড়ই এবং বর্তমান সভাপতি রানা কবির।

গত ১০ অক্টোবর নতুন কমিটি গঠিত হওয়ার পর এটাই তাদের প্রথম অনুষ্ঠান।২০২৩-২০২৫ সালের কমিটির বিভিন্ন পদে রয়েছেন সভাপতি রানা কবির, সহ-সভাপতি আলী চৌধুরী তান্নু. সূরজিত চৌধুরী মিল্টন, আবুল আজাদ মিঠু, শেখ, সেলিম জয়দেব কর্মকার,সাধারন সম্পাদক কাজল বড়াই,সহ- সাধারন সম্পাদক লিখন কাজী, আরিফ মাহমুদ, ফরহাদ সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক কায়সার ইসলাম,কোষাধক্ষ্য হেলাল হাসান, সাংস্কৃতিক সম্পাদক সোহেল আহমেদ, সহ- সাংস্কৃতিক সম্পাদক আসিফ আনোয়ার,

স্পোষ্টস সম্পাদক হোসাইন শাহীন, সহ- স্পোষ্টস সম্পাদক বাদল বড়াই, দপ্তর সম্পাদক কৃষ্ণ গোপাল চৌধুরী, মহিলা সম্পাদিকা অপরাাজিতা সরকার, সদস্য আজিজুল ইসলাম ফেরদৌস, মনির হোসাইন, মিরাজ খান, পাপলু চৌধুরী, মোঃ কামাল হোসাইন, সোহেল আহমেদ, আমিরুল ইসলাম টফি,মনিরুল আলম বাবু, মৃদুল চক্রবর্তী, সিম আহমেদ, সাঈদ শহীদ,নাজমুল হোসাইন ফুয়াদ,ইউসুফ আলী,ইসমাইল হোসাইন,মাহবুব রহমান, বিপ্লব দাস,জহিরুল

ইসলাম, আরিফ মাহমুদ, বিপ্লব দেব। উপদেষ্টা মন্ডলী: সাবির ভূইয়াঁ, আওলাদ চৌধুরী, অশোক সেন, আবদুল হাকিম, গোলাম মোস্তফা,আফরোজা মুন্নী, সানজিদা হোসাইন, রেজাউল ইসলাম খালেদ, ওসমান চৌধুরী, আবদুল জামিল।

রানা কবির উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন আগামী বছরগুলোতে বেঙ্গল ক্লাব অব আটলান্টিক সিটিকে নবরূপে সাজানো হবে। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।

ডিনার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION