1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল নিউ জার্সির আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, পাইলট নিহত বেগম খালেদা জিয়া আর নেই প্রবাসি সাংবাদিকদের তীব্র প্রতিবাদ | প্রথম আলো–ডেইলি স্টারে হামলা, অগ্নিসংযোগ এর বিরুদ্ধে সোচ্চার অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন সিডনিতে বিওয়াইএসসিএ এর উদ্যোগে প্রবাস থেকে প্রথম ভোটের নিবন্ধন ও নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলা নিহত ৯ আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬ ডিনের পদত্যাগ

ভোট চুরি আর মানুষ খুন, বিএনপির দুইটা গুণ:প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মোহাম্মদ শাহীন
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৪৯৪ Views

আটলান্টিক সংবাদ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (৪ ডিসেম্বর ২০২২) চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় পৌঁছে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান এবং বলেন বিএনপির দুইটা গুণ, ভোট চুরি আর মানুষ খুন।

চট্রগ্রামের আঞ্চলিক ভাষায়  আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন  অনরা ক্যান আছন? বেয়াগুন গম আছন নি? তোঁয়ারাল্লাই আঁর পেট পুড়ের। এতাল্লাই ছাইতাম আস্যি।(আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আপনাদের জন্য আমার প্রাণ কাঁদে। তাই দেখতে এসেছি।)’। প্রধানমন্ত্রীর মুখে চট্রগ্রামের ভাষা শুনে নেতাকর্মীরা আনন্দে করতালি দিতে থাকে।

তিনি বক্তব্যের শুরুতে ২৯টি প্রকল্পের উদ্বোধন করেন। এ ছাড়া আরও চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন ভোট চোরেরা রিজার্ভ চুরি নিয়ে গুজব চড়াচ্ছে। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,‘আমরা রিজার্ভ খরচ করেছি দেশের মানুষের জন্য। জনগণের জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ, করোনা ভ্যাকসিন ও আর্থিক সহায়তা নিশ্চিত করে দিয়েছি। আমরা জনগণের জন্য ভাবি। কারণ আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করি।’

বিএনপি বারবার বোমা ও গ্রেনেড মেরে মানুষ খুন করে আর আওয়ামীলীগ দেশের জনগনের উন্নয়নে কাজ করে। তাই আওয়ামী লীগ ক্ষমতায় আসলে জনগণ শান্তিতে থাকে।

শেখ হাসিনা বলেন, এই বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে আমরা দেব না। কারণ, ওই জামায়াত-বিএনপি খুনির দল, যুদ্ধাপরাধীর দল, জাতির পিতার হত্যাকারীদের মদদ দানকারীর দল। এমনকি আমাকেও তো বারবার হত্যার চেষ্টা করেছে। কাজেই এরা যেন বাংলাদেশের মানুষের রক্ত চুষে খেতে না পারে আর যেন তারা এ দেশে ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে চট্রঘ্রামবাসীকে সজাগ থাকার আহবান জানান এবং সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION