আটলান্টিক নিউজ ডেস্ক: “আঙ্গো বাড়ি নোয়াখালী রয়েল ডিস্ট্রিক ভাই” বাংলাদেশের স্বনামধন্য জেলা রয়েল ডিস্ট্রিক খ্যাত নোয়াখালীর প্রবাসী বাংলাদেশীদের পিকনিক অনুষ্ঠিত হয়ে গেল নিউজার্সির বেলপেইন ষ্ট্রিট ফরেষ্ট পার্কে। অপূর্ব সুন্দর এই পার্কে একত্রিত হয়েছিলেন নিউজার্সিতে বসবাসরত প্রায় চার শতাধিক বৃহত্তর নোয়াখালীর প্রবাসী বাংলাদেশী।



বৃহত্তর নোয়াখালী সোসাইটি অব নিঊজার্সীর উদ্যোগে আয়োজিত পিকনিকস্থলে সর্বত্রই শোনা যাচ্ছিল “বাইছা আন্নে ভালা আছেননি”। দীর্ঘদিন পর দেখা সাক্ষাত হওয়ায় এইভাবেই কুশলাদি বিনিময় করছিলেন নোয়াখালীবাসীরা।স্কুল-কলেজ বন্ধ থাকায় নোয়াখালীবাসীর সাথে যোগ দিয়ে বাংলাদেশের বিভিন্ন্ অঞ্চলের অন্যান্য প্রবাসীরাও পিকনিকের আনন্দে মেতে উঠেছিলেন । পিকনিক কমিটি এবং বৃহত্তর নোয়াখালী সোসাইটি অব নিঊজার্সীর সভাপতি রানা কবির ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সেলিমের নেতৃত্বাধীন এই সংগঠনটি নতুন হলেও দক্ষ ব্যবস্থাপনার কারনে সুশৃংখলভাবে সম্পন্ন হয় নিউইয়র্ক থেকে আসা দুপুরের খাবার এবং পিকনিকের অন্যান্য পর্ব। খাবার খেয়ে আগত অতিথীরা তৃপ্তির ঢেকুর তোলেন।




পিকনিকের সার্বিক সহযোগিতায় ছিলেন আটলান্টিক সিটির পরিচিত মুখ জাহাঙ্গীর কবির, জহিরুল ইসলাম সেন্টু, শেখ কামাল সাজু, গোলাম সারোয়ার, মুজিবুর রহমান, জাফর ইসলাম, আবদুল জব্বার, গোলাম কিবরিয়া, সামছুল ইসলাম মিজান, মোঃ বেলাল হোসেন ওমর ফারুক,গোলাম কাদের, আনিছুর রহমান, মেহেদি তানজির, মহসিন আল মামুন, নুরুল ইসলাম, শেখ সেলিম, সিরাজুল ইসলাম, মোশারফ হোসেন, ওয়াসিম আকরাম, মাসুদুর রহমান, আলমগীর হোসেন, কাজী আরিফ চৌধুরী, নাসির আহমেদ, মোঃ রানা, আবুল আজাদ মিঠু ইসমাইল হোসেন এবং শাহাদাত হোসেনসহ আরও অনেকে। একদিকে যখন চলছিল খাবার পরিবেশন অন্যদিকে চলছিল বিভিন্ন বয়সী ছেলে মেয়েদের খেলাধূলা এবং স্থানীয় কয়েকজন শিল্পীর সংগীত পরিবেশনা। ব্যতিক্রমধর্মী আয়োজন ছিল বিকেল তিনটা পর্যন্ত বারবিকিউ।


পিকনিকের আনন্দকে আরও বেশী আন্দময় করে তোলেন আটলান্টিক সিটির নতুন আর জে (RJ) কাজল বাড়ই, তার সহযোগী হিসাবে ছিলেন আবুল আজাদ মিঠু, বাদল বাড়ই, হাসান, জয়দেব কর্মকার, আলী চৌধুরী,মৃদুল চক্রবর্তী, বাউল সংগীত শিল্পী সোহেল এবং সংগীত প্রিয় ব্যক্তি ফার্মাস ইনসুরেন্স প্রতিনিধি কাজী লিটন।


পিকনিকের সবছেয়ে আকর্ষনীয় বিষয় ছিল রেফেল ড্রয়ের প্রথম পুরুষ্কার স্বর্ণের চেইন।পিকনিক কমিটির সভাপতি রানা কবির ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম(সেলিম) আগত অতিথিদেরকে ধন্যবাদ জানান।