1. jmmasud24@gmail.com : ablogin :
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০২:১২ অপরাহ্ন

আটলান্টিক সিটির বিএএসির “বাংলাদেশ মেলার” আহবায়ক সাঈদ আলম মুকুল এবং সদস্য সচিব ফরহাদ সিদ্দিকী।

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১০৫৬ Views

আটলান্টিক সংবাদ নিউজ ডেস্ক: গত ২০ জুন,২০২৩ মঙ্গলবার সন্ধ্যায় নিউজার্সী ষ্টেটের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির উদ্যোগে আয়োজিত আসন্ন মেলা  আয়োজনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় আগামী ৮ আগষ্ট,২০২৩ বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির উদ্যোগে আয়োজিত আসন্ন বাংলাদেশ মেলার আহবায়ক হিসাবে দায়িত্বপ্রাপ্ত হন সাঈদ আলম মুকুল এবং সদস্য সচিব ফরহাদ সিদ্দিকী।সংগঠনের সভাপতি শহীদ খানের সভাপতিত্বে  এবং সাধারন সম্পাদক সোহেল আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভাপতি শহীদ খান এবং সাধারন সম্পাদক সোহেল আহমেদ বলেন জনাব সাঈদ আলম মুকুল এবং সদস্য সচিব ফরহাদ সিদ্দিকী বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির পরিক্ষিত নেতা।তাই তাদের উপর এবারের নেতৃত্ব প্রদানের মাধ্যমে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি অতীতের মত একটি সফল মেলা উপহার দিতে পারবে বলে তারা আশা প্রকাশ করেন। সাঈদ আলম মুকুল এবং সদস্য সচিব ফরহাদ সিদ্দিকী তাদের উপর সংগঠনের আস্থার প্রতিদান একটি সুন্দর এবং সফল মেলা আয়োজনের মাধ্যমে দেয়ার প্রত্যাশা ব্যক্ত  করেন। তবে অতীতের মত এবারও সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তব্য রাখেন বিএএসির সভাপতি শহীদ খান ,সাধারন সম্পাদক সোহেল আহমেদ, সাংগাঠনিক সম্পাদক ফরহাদ সিদ্দিক ট্রাষ্টি বোর্ড চেয়ারম্যান কাঞ্চন বল, প্রধান উপদেষ্টা সৈয়দ মোঃ কাউছার, মিরাজ খান , সোহাগ করিম,সামসুল আলম শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসাইন ভূইয়া, সাবির হোসেন ভূইয়া, আহসান হাবিব,মোহাম্মদ সেলিম, বাবু, রেজাউল ইসলাম খালিদ,জয়শ্রী দে,অপরাজিতা,চৈতী, গোলাম হাফিজ,অনুসিতা সরকার,শেখ সেলিম, বিপ্লব দেব, জয়ন্ত সিনহা ,আলী হোসেন, বিপ্লব দাস,হাবিব চৌধুরী, এবং  সুরজিৎ চৌধুরী মিল্টন ।

সভাপতি শহীদ খান  এবং সাধারন সম্পাদক সোহেল আহমেদ জানান গতবারের ন্যায় এইবারও প্রধান অতিথী হিসাবে উপস্থিত থাকবেন নিউইয়র্কের আবদুল কাদের মিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এবং দেশে ও প্রবাসে মানব কল্যানের অন্যতম সহযোগী জনাব আব্দুল কাদের মিয়া।

সদস্য সচিব ফরহাদ সিদ্দিকী আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশনের সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির পক্ষ থেকে অভিনন্দন জানান সভাপতি শহীদ খান  এবং সাধারন সম্পাদক সোহেল আহমেদ। বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির পক্ষ থেকে সভাপতি আকবর হোসাইন এবং সাধারন সম্পাদক মোঃ শাহীন  আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশনের সদস্য নির্বাচিত হওয়ায় ফরহাদ সিদ্দিকীকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন এবং মেইন স্ট্রীম পলিটিকসের সাথে সম্পৃক্ততার মাধ্যমে ফরহাদ সিদ্দিকীর আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশনের সদস্য নির্বাচিত হওয়ার ব্যাপারে সহযোগিতার জন্য আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল,সিটি অব আটলান্টিক সিটির কমিউনিটি আউটরিচ ডিপার্টমেন্টের সুপাারভাইজার মিল্টন চৌধুরী সার্বিক সহযোগিতার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION