ইকুয়েডর-সেনেগাল ম্যাচ যে দলই জিতত, সেই দলই পৌঁছে যেত শেষ ষোলোয়। ইকুয়েডর ড্র করলেও পরের রাউন্ডে চলে যেত। কিন্তু টান টান ম্যাচে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে দিল সেনেগাল। এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করল আফ্রিকার এই দল।